নাজিরবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ : প্রধান অতিথি জেলা প্রশাসক
বিশ্বনাথ প্রতিনিধি: আজ ২৮ মার্চ শনিবার বিশ্বনাথে নাজিরবাজারের পশ্চিমের মাঠে আঞ্চলিক ক্রীড়া সংস্থা আয়োজিত ৪র্থ মাতৃভাষা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় শাহ ইউনাইটেড নাজিরবাজার লালাবাজার ইউনিয়ন ক্রীড়া চক্র পরস্পরের মোকাবেলা করবে। উভয় দলে দেশ ও বিদেশের খেলোয়ার থাকবে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্র জানায়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করবেন সিলেটের জেলা প্রসাশক মো. শহিদুল ইসলাম। নাজিরবাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম শাহিদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম রুনু ফাইনাল খেলা উপভোগ করার জন্য ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি কামনা করেছেন।