অবিলম্বে সালাহউদ্দিন আহমদ ও খোকনকে অক্ষত ফিরত দিন: সিলেট জেলা ও মহানগর ছাত্রদল
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাউদ্দিন আহমদ ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন কে অক্ষত অবস্তায় ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ , সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন কে রাজধানীর উত্তরা থেকে আটক করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাটকীয় অস্বীকারের ঘটনায় তাঁর পরিবার ও গোটা জাতি আজ উদ্বিগ্ন। সরকার তাহার চিরচায়িত নাটকীয় কায়দায় এসব গুম, হত্যা, গ্রেফতার চালিয়ে যাচ্ছে । চলমান গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের এ সংগ্রাম কে নস্যাৎ করতে আওমী বাহিনী ধারা পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম, হত্যা, পঙ্গুত করা হচ্ছে । আজ দেশের খালে বিলে পুকুর ডুবায় লাশের মিছিল হচ্ছে । দরজা ভেঙে রাতের আঁধারে কালো কাপড়ে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্চে । বর্তমান অবৈধ আওয়ামী সরকার আইনশৃঙ্খলাবাহীনির অপব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের পর রিমান্ডের নামে অমানবিক নির্যাতন চালিয়ে বাংলাদেশের ভোটে গণতান্ত্রীক অধিকার হরণ করে জোর পূর্বক ক্ষমতা ধরে রাখতে চায় যা অতীতে কোন স্বৈরাচাররের পক্ষে গণতান্ত্রীক দেশে সম্ভব হয় নি আজ ও হবে না অচিরেই জনগণের আন্দোলনের মুখে আওয়ামীলীগ দিশেহারা হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। তাই অবিলম্বে সরকার কে এ পথ পরিহার করে সালাউদ্দিন আহমদ ও খোকন কে জাতীর নিকট অক্ষত অবস্তায় ফিরে দেওয়ার দাবী জানান । অন্যতায় এসকল ঘটনার জন্য সরকার কে চরম খেসারৎ দিতে হবে । বিজ্ঞপ্তি