আম্বরখানায় লাবিবা ট্রেড সেন্টারের শুভ উদ্ধোধন
সিলেট নগরীর আম্বরখানায় লাবিবা ট্রেড সেন্টারের শুভ উদ্ধোধনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। ফরমালিন মুক্ত এবং সতেজ পরিচ্ছন্ন নিত্য প্রয়োজনীয় সবধরনের বাজার নিয়ে লাবিবা ট্রেড সেন্টারের শুভ উদ্ধোধনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। গত কাল শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় আম্বরখানাস্থ ইলেকটিক সাপ্লাই রোডে (সাবেক-নুরে আলা স-মিল) গড়ে উঠা এ বাজারের শুভ সুচনা হয়। লাবিবা ট্রেড সেন্টারের যাত্রাকালে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাজারের গন্যমান্য ব্যাক্তিবর্গ ,আলেম ওলামা , বাজার পরিচালনাকারী , ব্যবসায়ী ,শুভানুধায়ী সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। লাবিবা ট্রেড সেন্টারে শাক-সবজি , মাছ , মাংস , ফলমুল ,কাঁচা বাজার , রেস্টুরেন্ট , গ্রোসারী , ফার্মেসী , ইলেকট্রিক পার্টস, দেশি ও বয়লার মুরগ সল্প মূল্যে পাওয়া যাবে।( বিজ্ঞপ্তি)