স্বপ্নে দেখা বসন্ত : সঞ্জয় আচার্য
বনের কোকিল, মনের কোকিল উঠল গেয়ে
শীতের বিন্দুপাত,
বিরান হাওয়া জানান দিল ভর-দুপুরে
আজকে অকস্মাৎ।
মৃত কবির লেখার ভাঁজে ছন্দে খুঁজি
ক্রিয়া ণিজন্ত,
ধুলায় ঢাকা শহর জুড়ে জাগছে ধীরে
পরান বসন্ত।
হলুদ গাঁদায় প্রস্ফুটিত তোমায় দেখি
ভালোবাসার ঋণী,
রঙের জলে পুড়ছে শরীর, মরছি ধুঁকে
মলিন ফাল্গুনী।
হয়তো আজ অনামিকা পা রেখেছে
সদ্য কৈশোরে,
অরুণ আলোয় অলকগুচ্ছ এলোমেলো
গানের প্রহরে।
সময় জলে গুলিয়ে গেছে
কিশোর গল্পগুলো,
মনের মুকুর ঝড়ের মুখে দেখে
চাঁদের আলো।