পাঠানটুলায় ককটেল বিস্ফোরঙ্কারীকে গনপিঠুনি দিয়ে পুলিশে সোপর্দ
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর পাঠানটুলা পয়েন্টে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে স্থানীয় ছাত্রলীগ ও জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার পাঠানটুলা পয়েন্টে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত আতিকুর রহমান (২৫) সুবিদবাজার লন্ডনী রোডের জাকির হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান- মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক মদিনা মাকের্ট এলাকার পাঠানটুলা পয়েন্টে ককটেল হামলা করার জন্য অবস্থান নেয়। এসময় এক যুবক একটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী ও জনতা তাদের ধাওয়া দেয়।
এসময় বাকিরা পালিয়ে গেলেও ককটেল বিস্ফোরণকারী যুবককে আটক করে তারা। আটককৃত যুবককে গণপিটুনি দিয়ে জালালাবাদ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয় ।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।