ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সিহাব খান ও তার ভাই সাবিবর খানের মুক্তির দাবিতে মিছিল
মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সিহাব খানকে গত রবিবার বিকেলে সুবিদবাজার থেকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। সিহাবের ভাই কলেজ ছাত্র সাব্বির খান থাকে দেখতে গেলে সাব্বিরকেও গ্রেফতার করে পুলিশ। তারই প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর বাগবাড়ি এলাকায় শিহাব এবং সাব্বির খানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এবং হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল বের করে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ওসমান গণি, শাহ আকাব আহমদ পলাশ, আনহার রাজু, মাহবুব আলম সৌরভ, আফজাল হোসেন, মুক্তার আহমদ মুক্তার, নয়ন আহমদ, বিপ্লব আহমদ, আবু সুফিয়ান রাজিব, কামরুজ্জামান রুমান, ইমন আহমদ, আসলাম আহমদ, সাখাওয়াত হোসেন, জুয়েল আহমদ, রিপন আহমদ প্রমুখ। বক্তারা অভিলম্বে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সিহাব খান ও তার ভাই কলেজ ছাত্র সাব্বির খানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।বিজ্ঞপ্তি