কামারুজ্জামানের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ
সুরমা টাইমস ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়েছে। বুধবার ৫৭৭ পৃষ্ঠার এই রায়ের কপি প্রকাশ করা হয়। কপিটি সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট সেকশনে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘রায়ের কপিটি আমি এখনো হাতে পাইনি। হাতে পাওয়ার পরপরই আপনাদের কাছে মন্তব্য করবো।’
উল্লেখ্য, গত বছরের ৩ নভ্ম্বের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর ৯ মে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।