ছাতকের শক্তিরগাওয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উজেলার সীমান্তবর্তী এলাকায় পূর্ব বিরোধের জের ধরে সোমবার দুই পক্ষে মধ্যে দু’দফা সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। আহতদের কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার কলিকলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ছাতক থানার ভাতগাওঁ শক্তির গাও গ্রামের গৌছ মিয়া ও একই গ্রামের আবরুছ মিয়া মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন আবরুছ মিয়া পক্ষের লোকজনের গরু বিরোধপূর্ন স্থানীয় বোরো জমিনে চারা খাওয়ায় নিয়ে এনিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে প্রথমে কথাকাটাঁকাটি হয়। এক পর্যায়ে উল্লেখিত স্থানে দুই পক্ষের লোকজন সংর্ঘেষ জড়িয়ে পড়ে। এরই জের ধরে পরে স্থানীয় শক্তিরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘাতে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ২০ জন আহত হন। আহত লালমতি বেগম (২৫) মনু উদ্দিন (১৮) পিয়ার উদ্দিন (২৪) মতিন মিয়া (৩৫), গৌছ উদ্দিন (৪০), শফিকুল (২৫), আবরুছ মিয়া (৩৫), ছনর মিয়া ৩৪), আসফর মিয়া (৩৬), আদর মিয়া (২৫) দানা মিয়া (৪০), রশিদ মিয়া (৩০) রিতাবুর মিয়া (২০) ফঠিক মিয়া (২৫)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ছাতক থানার ওসি শাহজাহান মুন্সি জানান, সংঘর্ষের কোন খবর আমরা পাইনি।