বিশ্বনাথ থানায় কোজ-সার্কিট ক্যামেরা
বিশ্বনাথ প্রতিনিধিঃ প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ থানায় কোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। প্রবাসী নূরুল আমিন রুহুলের অর্থায়নে ও থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন এর উদ্যোগে সিলেট জেলার এই প্রথম কোন থানায় কোজ সার্কিট ক্যামেরা বসানো হল। শনিবার বিকেলে সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম আনুষ্ঠানিকভাবে কোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্বোধন করেন। এসময় এএসপি মো. ফারুক আহমেদ, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) সওকত হোসেন, এসআই আব্দুল সালাম, আবু সাঈদ, দ্বিপন চন্দ্র সরকার, মনসুর মির্জা, মনির হোসেন, আনোয়ার হোসেন, ফজলে রাব্বী, সুমন সরকার, এএসআই হুমায়ুন কবির, মাসুদ আলম ভুইয়া, মাসুদ রানা, বিশ্বনাথ প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসি জানান, ওসি মো. রফিকুল হোসেন যোগদানের পর থানার পরিবেশ আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে। এরি ধারাবাহিকতায় কোজ সার্কিট ক্যামেরা বসিয়ে নতুন দৃষ্ঠান্ত স্থাপন করলেন।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, নিরাপত্তা জনিত কারণে প্রবাসী নূরুল আমিন রুহুলের অর্থায়নে কোজ-সার্কিট ক্যামেরাটি বসানো হল।