দিরাইয়ে দু’পক্ষের সংঘষে এক ব্যাক্তি নিহত – আটক ৩
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে মেশিনের নজেল কিনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘষে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জিবু রায় তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যানী গ্রামের জীবন রায়ের ছেলে। জানা যায়, লক্ষন রায়ের দোকান থেকে একই গ্রামের জিবু রায় বাকীতে একটি নজেল খরিদ করেন, বাকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে দ’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে জিবু রায় সংঘবদ্ধভাবে লক্ষণ রায়ের বাড়ীতে হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ৬ জন আহত হয়। আহত চার জন স্থনীয় ভাবে চিকিৎসা নেন এবং জীবু রায় ও তার পিতা জীবন রায়কে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় জীবু রায় সেখানেই মারা যায়। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে যান এবং সেখান থেকে অধীর রায় (৫২) নামক এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। গতকাল শুক্রবার সকাল ১১ টায় দিরাই থানা পয়েন্ট থেকে এসআই মহাদেব বাছাড় নেতৃত্বে লক্ষণ রায় (৪০), ও কামেষ রায় (৫০) কে গ্রেফতার করে দিরাই থানা পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েছ আলম বলেন, হত্যাকারী তিন জনকে ৫৪ দ্বারায় আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে।