আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শামসুদ্দিন হোস্টেলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে গতকাল ১১ই ফেব্রুয়ারী শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একমাত্র প্রগতিশীল সংগঠন, অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহযোগীতায় এই টুর্নামেন্টের আয়োজক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুস সবুর মিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ এন কে সিনহা, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এম এ আজিজ, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এম এ হাই, মাইক্রোবায়োলজি বিভাগের কিউরেটর ডাঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ সৌমেন দে, সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ অসীম ও অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডাঃ মোঃ শা-ফিন ইসলাম। ৫০তম ব্যাচের মোঃ ইসমাইল ভুইয়া রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, মেডিকেল পড়ালেখার শত চাপের মাঝেও সিওমেক ছাত্ররা সকল ক্ষেত্রে তাদের পারদর্শিতার প্রমাণ দিয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সফলতার ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে তারা সহায়তার জন্য অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনকে ধন্যবাদ জানান এবং এই টুর্নামেন্টের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। সবশেষে অতিথিবৃন্দ ব্যাডমিন্টন খেলে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করেন। অতিথিবৃন্দ পরবর্তীতে মেয়েদের শাহ্ পরাণ হোস্টেলেও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি