কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কমর্শালা সমাপ্ত
জুবের সরদার দিগন্ত, দিরাই: করিমপুর ইউনিয়ন পরিষদ ও শরিকের সার্বিক সহযোগীতায় আয়োজিত ৫দিন ব্যাপী কৌশলগত পরিকল্পনা কর্মশালা গতকাল বুধবার সমাপ্ত হয়েছে। একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে সঠিক পরিকল্পনা ব্যতীত উন্নয়ন কাজ করা সম্ভব নয়। এ জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা অত্যন্ত জরুরী। সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদে গত শনিবার শুরু হওয়া ৫ দিনব্যাপি প্রশিক্ষণে বক্তারা এ সকল কথা বলেন। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও স্বাবলম্ভী উন্নয়ন সমিতি (শরিক)-এর এসএস মোছাঃ নাসিমা বেগমের পরিচালনায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, পরিষদের সচিব মন্মথ রায়, ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ, মোঃ সিজিল মিয়া, মোঃ সামছু উদ্দিন, মোঃ শিবলী মিয়া, মোঃ আমিলুন হক, আবুল কালাম আজাদ, মোঃ নজরুল ইসলাম, জহরলাল বর্মণ, মোঃ আবুতাহের মিয়া, মোছাঃ মজিদা খাতুন, দিপ্তরাণী দাশ, মালতী রাণী দাস, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, স্বাবলম্ভী উন্নয়ন সমিতি (শরিক)-এর টিম লিডার সেন্টু মারাক, এসএস মোছাঃ সাইকা উম্মাসি, ডাসকোর শিল্পী চক্রবর্তী, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, জয়নাল আবেদীন সরদার ও মোঃ শামসুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।