আন্দোলনের নামে পেট্টল বোমায় দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা মেনে নেওয়া যায় না
জেলা ও মহানগর জাসদের মানববন্ধনে এড. জাকির আহমদ
জাসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক ও সিলেট মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ বলেছেন, আন্দোলনের নামে জ্বালাও পুড়াও, পেট্টলবোমায় মেরে নিরিহ যাত্রী পুড়িয়ে হত্যা, ১৫ লাখ এসএসসি পরীক্ষার্র্থীদের কথা না ভেবে হরতার অবরোধের নামে সন্ত্রাসী তৎপরতা কিছুতেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ২০ দলীয় জোটের নামে সন্ত্রাসী বোমাবাজদের নেত্রী বেগম খালেদা জিয়া একাত্তরের ঘাতক জামায়াত-শিবির চক্রকে দেশের রাজনীতিতে পুনর্বাসিত করার লক্ষে একের পর এক হরতাল অবরোধ দিয়ে যাচ্ছেন। যুদ্ধাপরাধিদের বিচার বানচাল করার জন্য বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব বাদ দিয়ে জামায়াত শিবিরের নেতৃত্ব গ্রহন করেছেন। পাকিস্তানী কায়দায় দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র করছেন। দেশের পেট্টলবোমা হামলায় নিরীহ যাত্রী হত্যা সহ সকল অপরাধের হুকুমের আসামী হিসাবে খালেদা জিয়াকে আইনের কাটগড়ায় দাড়াতে হবে। গতকাল শনিবার দেশব্যাপী জ্বালাও পোড়াও যোদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলনের নামে ২০ দলের অপকর্মের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর জাসদ বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে মহানগর জাসদের দপ্তর সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জাসদ নেতা এডভোকেট রফিকুল হক বলেন, জ্বালাও পোড়াও দিয়ে দেশের নিরীহ জনগণকে হত্যা করে এস.এস.সি পরীক্ষার্থীদের পরীক্ষার সময় হরতাল অবরোধ দিয়ে ২০ দলীয় জোট দেশের জনগন ও ছাত্র সমাজের বিরেুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামের আদর্শের কথা বলে বিশ্ব ইস্তেমার সময়ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া অবরোধ স্থগিত করেননি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১৪ দলীয় জোটের নেতৃত্বে ৭১এর ঘাতক যোদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে সহযোগীতার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। দেশের প্রত্যন্ত অঞ্চলে আন্দোলনের অপশক্তির বিরোদ্ধে জনমত গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, যশোরের জাসদ নেতা পাপলু ও তার মেয়ে মাইশা হত্যার মামলায় হুকুমের আসামী হিসাবে খালেদা জিয়াকেই বিচারের কাটগড়ায় দাড়াতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জাসদের সিনিয়র সহ-সভাপতি ফৌরদৌস আরবী, সহ-সভাপতি কামাল আহমদ চৌধুরী আলমগীর, সাধারণ সম্পদক নাজাত কবির, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, মহানগর যুগ্ম সম্পাদক গিয়াস আহমদ, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর হোসেন, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তপন পাল, যুক্তরাজ্য জাসদের সহ-সম্পাদক মাশুক হোসেন, ক্রীড়া সংগঠক আহমদ হোসেন চৌধুরী, জেলা সংখ্যালঘু বিষয়ক সম্পাদক অলক সেন, মহানগর কোষাধ্যক্ষ কামরুল ইসলাম দিপু, সহ সম্পাদক-আব্দুল বাছির বাছির বাদল, সহ সম্পাদক জহির রায়হান, মহানগর জাসদ নেতা মকবুল হোসেন, জেলা জাসদ নেতা হালিম আহমদ, শহীদুল ইসলাম খোকন, মহানগর ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির খান রাজিব, সাধারণ সম্পাদক নামজুল ইসলাম সাকিল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুহুল আহমদ রুহেল, ফরহাদ আহমদ, রাজন পাল, ফারদিন আহমদ, কাওসার আহমদ প্রমুখ।
সভায় আগামীকাল রোব্বার বেলা ৩টায় কোর্ট পয়েন্টে ১৪ দলের মানববন্ধন কর্মসূচীতে জেলা মহানগর জাসদের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি