বিয়ানীবাজারে ছাত্রলীগের গুলিতে নিহত লিজুর দাফন সম্পন্ন
সুরমা টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারে ছাত্রলীগের গুলিতে নিহত লিজু আহমদের (১৫) দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় পৌর শহরের পিএইচ জি হাই স্কুল মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে লিজু আহমদের পৌরশহরের কসবাস্থ নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এ সময় তার জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পৌর প্রশাসক মো.তফজ্জুল হোসেন, ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, উপজেলা আওয়ামলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আফছার খান ছাদেক প্রমুখ। এদিকে তার জাযানাজার নামাজ শেষে বিকেলে পৌর শহরের মৌন মিছিল করেছে উপজেলা সর্বপূরী শ্রমীকরা।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১০ টায় পৌর শহরের দক্ষিণ বাজারে ছাত্রলীগ ও শ্রমিকদের মধ্যে সংর্ঘষের সময় ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল গ্রুপের গুলিতে নিহত হয় মাংস বিক্রেতা লিজু আহমদ। এসময় ৭ জন শ্রমিক আহত হন। তাদের সিলেট ওসমানী হাসাপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে তারেক আহমদকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজারে ছাত্রলীগের গুলিতে শ্রমিক নেতা নিহত : গুলিবিদ্ধ সহ আহত ২০