সিলেট শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী বেড়েছে
সুরমা টাইমস ডেস্কঃ গত বছরের চেয়ে এবার এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯শ’ ৬১ জন পরীক্ষার্থী বেড়েছে। কেবল পরীক্ষার্থী নয় এ বছর বেড়েছে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪টি পরীক্ষা কেন্দ্র। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ৭২ হাজার ২শ’ ১০ জন পরীক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ৬৮ হাজার ২শ’ ৪৯ জন। আগামী ২ ফেব্রুয়ারী সোমবার থেকে সারা দেশের মতো বৃহত্তর সিলেটের ১১৯টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হবে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানিয়েছেন, ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে। সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিন নেয়া হবে বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। আগামী ১০ মার্চ মঙ্গলবার পর্যন্ত পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী সংখ্যা ৭২ হাজার ২শ’ ১০ জন। এর মধ্যে ৩২ হাজার ৪শ’ ৫৩ জন ছাত্রী ও ৩৯ হাজার ৭শ’ ৫৭ জন ছাত্রী। তুলনামূলকভাবে ছাত্রের চেয়ে ৭ হাজার ৩শ’ ৪ জন ছাত্রী বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের রয়েছেন ১৫ হাজার ২শ’ ৩জন। এর মধ্যে ৮ হাজার ১শ’ ৪২ জন ছাত্র ও ৭ হাজার ৬১জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছেন ৮ হাজার ৩ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৭শ’ ৫৭ জন ও ছাত্রী ৩ হাজার ২শ’ ৭৯ জন। মানবিক বিভাগে রয়েছেন ৪৮ হাজার ৯শ’ ৭১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৯ হাজার ৫শ’ ৫৪ জন ছাত্র ও ২৯ হাজার ৪শ’ ৭১ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী সিলেট জেলায় ও সর্ব নিম্ন পরীক্ষার্থী হবিগঞ্জ জেলায়। সিলেট জেলার মোট পরীক্ষার্থী ২৭ হাজার ১শ’ ১৭ জন। এর মধ্যে ১২ হাজার ৩শ’ ১১ জন ছাত্র ও ১৪ হাজার ৮শ’ ৬ জন হলেন ছাত্রী। মৌলভীবাজার জেলার মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৫শ’ ৩৫ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫২ জন ও ছাত্রী ৯ হাজার ৪শ’ ৮৩ জন। সুনামগঞ্জ জেলার মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৯শ’ ৬৪ জন। এর মধ্যে ৭ হাজার ১৯ জন ছাত্র ও ৭ হাজার ৯শ’ ৪৫ জন হলেন ছাত্রী। হবিগঞ্জ জেলার মোট পরীক্ষার্থী ১৩ হাজার ৫শ’ ৯৪ জন। এর মধ্যে ৬ হাজার ৬৭ জন ছাত্র ও ৭ হাজার ৫শ’ ২৭ জন ছাত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর সিলেট বিভাগের ৩৮ উপজেলার ৭শ’ ৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিয়। এ বছর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮শ’ ১২ জন। গত বছর পরীক্ষা কেন্দ্র ছিল ১শ’ ১৫ টি। এ বছর পরীক্ষা কেন্দ্র সংখ্যা ১শ’ ১৯ টি। এর মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলায় দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও জৈন্তাপুরের হরিপুর উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদরের কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজারের রাজনগর উপজেলায় খলাগাও করিমপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র নতুন করে স্থাপন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে সিলেট জেলায় ৪৪টি, সুনামগঞ্জ জেলায় ২৬টি, মৌলভীবাজার জেলায় ২৩টি ও হবিগঞ্জ জেলার ২৬টি পরীক্ষা কেন্দ্র। জানা গেছে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে ইতোমধ্যে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। এ লক্ষে সিলেট শিক্ষা বোর্ড গঠন করেছে নিজস্ব ৪টি ভিজিল্যান্স টিম। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান, বিদ্যালয় পরিদর্শক কবির আহমদ, কলেজ পরিদর্শক মোস্তফা কামাল আহমদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা অশোক রঞ্জন চৌধুরী পৃথকভাবে এই ৪টিমের নেতৃত্ব দিবেন। এছাড়াও শিক্ষকদের সমন্বয়ে থাকবে আরো ৬৫টি পরিদর্শন টিম। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। জানা গেছে, গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৮ হাজার ২শ’ ৪৯ জন। এর মধ্যে ৬৮ হাজার ৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন গ্রেডে ৬০ হাজার ৭শ’ ৫০ জন পাশ করে। পাশের হার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ। ৩ হাজার ৩শ’ ৪১ জন জিপিএ-৫ অর্জন করে। ২০১৩ সালে মোট পরীক্ষার্থী ছিল ৫৮ হাজার ৬শ’ ৭২ জন। এর মধ্যে ৫৮ হাজার ৫শ’ ৫ জন অংশ নিয়ে ৫২ হাজার ৪৫ জন পাশ করে। পাশের হার ছিল ৮৮ দশমিক ৯৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ অর্জন করে ২ হাজার ৭শ’ ৮৯ জন। পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, চলমান রাজনৈতিক অস্থিরতার ফলে পরীক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক ধরনের আতংক রয়েছে। অবশ্য পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সে জন্যে আইনশৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চলমান অবরোধ-হরতালের মধ্যেই পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। গতকাল সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন। যোগাযোগ করা হলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান এ বিষয়ে বলেছেন, শান্তিপূর্ণ ও সুন্দর ভাবে পরীক্ষা গ্রহণের জন্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বোর্ডের নিজস্ব ভিজিল্যান্স টিম ছাড়াও মফস্বল এলাকায় থাকবে ৬৫টি পরিদর্শন টিম। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।