সুনামগঞ্জে শিবিরের সেক্রেটারিসহ চার নেতা আটক
সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জাকির হোসেনসহ চার নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪টায় শহরের বক পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারিও রয়েছেন।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে শহরের হরতালের সমর্থনে মিছিল করার জন্য বক পয়েন্টে জড়ো হচ্ছিলেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নাশকতা হতে পরে এমন খবর পেয়ে পুলিশ মিছিলের প্রস্তুতির সময় চার নেতাকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা জানান, আকটকৃতদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।