হযরত শাহ মঞ্জুর (রহ.) বার্ষিক ওরস মোবারক আজ
সিলেটের দক্ষিণ সুরমাস্থ ২৫ নং ওয়ার্ডের দাউদপুর (মুছারগাঁও) গ্রামে অবস্থিত হযরত শাহ মঞ্জুর (রহ.) এর বার্ষিক ওরস মোবারক আজ শুক্রবার। ওরস উপলক্ষে মাজার কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে আজ শুক্রবার সকাল ৯ টা থেকে খতমে কুরআন, বেলা ১১ টায় ফাতেহা পাঠ, দুপুর ১২ টায় মাজারে গিলাফ চড়ানো, বাদ আসর মাজার সংলগ্ন এলাকায় মিলাদ মাহফিল ও লাল শিন্নী বিতরণ, সারা রাতব্যাপী জিকির আজকার এবং বাদ ফজর নিয়াজ বিতরণ। উক্ত মাহফিলে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে বিনীত অনুরোধ জানিয়েছেন মাজার কমিটির সভাপতি শেখ তরিকত আহমদ, মোতাওয়াল্লী মো: আব্দুন নূর চৌধুরী ও খাদেম মো: জামাল আহমদ। বিজ্ঞপ্তি