জ্বালানী তৈল সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বিজিবি
সিলেট জেলার অভ্যন্তরীন নিরাপত্তা কর্তব্য পালন ও সিলেট-ঢাকা মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল নির্ভিঘ্নে রাখার পাশাপাশি সিলেট বিভাগের জ্বালানী তৈলের সরবরাহ স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে বিজিবি। অবরোধের কারণে জ্বালানী তৈল ও এল পি জি’র সরবরাহ স্বাভাবিক রাখতে রাষ্ট্র নিয়ন্ত্রিত তৈল কোম্পানীর বিপনন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে জ্বালানী তৈল পরিবাহী ট্যাংকার এর মাধ্যমে পরিবহণকালীন নিরাপত্তা প্রদান ও সমন্বয় করছে ৪১ বিজিবি। পুলিশ, র্যাব ও ৪১ বিজিবি’র সম্মিলিত রুট্ প্রটেক্শন্ ও এর্স্কট এর মাধ্যমে গতকাল সিলেটের হরিপুর থেকে পদ্মা, মেঘনা ও যমুনা’র প্রায় নব্বই হাজার লিটার ও আজ কৈলাশটিলা থেকে ৩ ট্রিপে প্রায় পাঁচ লক্ষ সাতান্ন হাজার লিটার জ্বালানী তৈল পরিবহণ করে সংশ্লিষ্ট ডেপোতে পৌছে দেওয়া হয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে ৪১ বিজিবি অর্পিত যে কোন দায়িত্ব পালনে তৎপর রয়েছে।বিজ্ঞপ্তি