বিএসএফের রাবার বুলেটে শিশু আহত
সুরমা টাইমস ডেস্কঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে সিয়াম (০৭) নামে এক বাংলাদেশি শিশু আহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে রাবার বুলেট ছুঁড়ে বিএসএফ। আহত শিশু স্থানীয় বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানান, শনিবার সকাল ১০টার দিকে কয়েকজন শিশু একসঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় ১২৪ বিএসএফ নটকোবাড়ি ক্যাম্পের কয়েকজন সদস্য বিনা কারণে আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩১ এর নিকট দিয়ে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালাতাড়ি গ্রামে প্রবেশ করে। এ সময় তারা রাবার বুলেট ছুঁড়লে সিয়ামের কপালের বাম পাশে বিদ্ধ হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক লে.কর্নেল মো. জাকির হোসেন জানান, রাবার বুলেট নয়, বিএসএফ সদস্যরা প্লাস্টিকের পটকা ফুটিয়েছেন। এতে এক শিশু সামান্য আহত হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।