বিবিয়ানা সাহিত্য পরিষদ’র ‘নবীগঞ্জ রত্ন’ সম্মাননা প্রদান
২২জন পেলেন মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পদক
স্টাফ রির্পোটারঃ নবীগঞ্জ উপজেলার কসবায় বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর উদ্যোগে ১০ জানুয়ারী শনিবার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম আজাদ ছোটনকে “নবীগঞ্জ রত্ন ২০১৫” সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষাবিদ মুহিবুর রহমান স্মৃতি পাঠাগার-এর পক্ষ থেকে সাহিত্য-সমাজ-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ২২জনকে কসবার কৃতি সন্তান শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পদক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। প্রধান আলোচক ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ ডাঃ আবুল খায়ের ও ৩নং ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর সভাপতি এম, শহিদুজ্জামান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুহিবুর রহমান স্মৃতি পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সভাপতি এম, গৌছুজ্জামান চৌধুরী।
সংবর্ধিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট-এর যুগ্ম সম্পাদক আবুল হাছনাত আজাদ সোহান (সমাজসেবা), ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমীন (শিক্ষা উন্নয়ন), মক্কা কিনিকের সত্ত্বাধিকারী হাজ্বী মনির উদ্দিন (আর্ত মানবসেবা), অনলাইন পত্রিকা মহাকালগড় বার্তার সম্পাদক ও উন্নয়ন কর্মী এসএমএ হাসনাত (মানবাধিকার), কবি-সাহিত্যিক দীনুল ইসলাম বাবুল (সমাজসেবা), শাপলা সংঘ সিলেট-এর সভাপতি কামাল হোসেন খান রিপন (সমাজসেবা), এ্যাডঃ নজরুল ইসলাম (আইন পেশা), সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট-এর সম্পাদক আবুল কাশেম রুমন (সাংবাদিকতা), হবিগঞ্জ সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক এ্যাডঃ এস, এম, ইলিয়াছ (সাহিত্য), বাংলাদেশ পোয়েটস কাব, হবিগঞ্জ শাখার সভাপতি নিলুপা ইসলাম নিলু (নারী সংবাদিকতা), এম,এ আহমেদ আজাদ (সাংবাদিকতা), ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুন নূর (ইসলামী সাহিত্য), ইউনাইটেড সোশ্যাল ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান সৈয়দ আয়েশ মিয়া (সামাজিক আন্দোলন), ইনাতগঞ্জ উজ্জ্বীবন শিল্পী গোষ্ঠীর সভাপতি আহমদ আবুল কালাম (সংস্কৃতি চর্চা), সিলেটী বাউল শিল্পী গোষ্ঠী ইউকে-এর সভাপতি দেলোওর আলী, সিলেট যুব ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন-এর দেলোয়ার হোসেন প্রমুখ।