যুগলটিলা আখড়া কমিটির সাবেক যুগ্ন সম্পাদক নির্মল জ্যোতি দত্ত পরলোকগমন ইসকন’র শোক
যুগলটিলা আখড়া কমিটির সাবেক যুগ্ন সম্পাদক নির্মল জ্যোতি দত্ত পরলোকগমন করেছেন। বুধবার বিকেল পৌনে ৫ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুত্যকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি যুগলটিলা আখড়াতেই বসবাস করতেন। বাধ্যর্কজনিত কারনে মঙ্গলবার রাতে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো।
নির্মল জ্যোতি দত্ত’র অন্তেষ্ট্যিক্রিয়া অনুষ্টান রাত ৮ টায় নগরীর চালিবন্দররস্থ শ্মসানঘাটে অনুষ্টিত হয়। নির্মল জ্যোতি দত্ত ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। তিনি জীবদ্দশায় যুগলটিলা আখড়ার সেবা করে গেছেন।
এদিকে, নির্মল জ্যোতি দত্ত’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসকন বাংলাদেশের সহ সভাপতি ও সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। তিনি যুগলটিলা আখড়া কমিটির সাবেক যুগ্ন সম্পাদক নির্মল জ্যোতি দত্ত পরলোকগমনে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি