জেএসসি ও পিএসসির কাল্পনিক ফলাফল প্রকাশ করে হাস্যরসের যোগান দিয়েছে সরকার
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সহযোগী সদস্য কর্মশালায় সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সহযোগী সদস্য কর্মশালা সম্পন্ন। জ্ঞান,চরিত্র ও মাধুর্যের প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার উদ্যোগে গত ২ ও ৩ জানুয়ারি জেলা আইসিএম হলে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র মজলিসের মুহতারাম সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে লেজুরভিত্তিক ছাত্র সংগঠন গুলোর সন্ত্রাসী কার্যক্রম ক্রমস বাড়ছে। ছাত্রদের মৌলিক অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছে। দেশের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান গুলো আজ বিনোদনের অভয়ারন্যে পরিনত হয়েছে। শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতার নামে অধ্যবসায় থেকে সরিয়ে অপসংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত করছে শিক্ষা মন্ত্রনালয়। জেএসসি ও পিএসসির কাল্পনিক ফলাফল প্রকাশ করে হাস্যরসের যোগান দিয়েছে সরকার। ভবিষ্যতের ভয়াবহতার হাত থেকে ছাত্র সমাজকে উদ্দার করতে সম্মিলিত ভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে তিনি উপস্থিত সকল জনশক্তিকে উদাত্ব আহবান জানান।পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন বিষয় আলোচনা রাখেন সাবেক কেন্দীয় নির্বাহী পরিষদ সদস্য জাবেদুল ইসলাম চৌধুরী।সাবেক কেন্দীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি প্রভাষক মু.ফজর আলি।বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর সভাপতি মুজিবুর বহমান। পুর্ব জেলা সভাপতি মু.খায়রুল ইসলাম।পশ্চিম জেলা সেক্রেটারি মু.তাহের আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম জেলার সাবেক সভাপতি জোবায়ের আহমদ, শাবিপ্রবি শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মাবরুর,পশ্চিম জেলা বায়তুলমাল ও ছাত্র কল্যান সম্পাদক সৈয়দ আদনান জাবির,অফিস ও প্রচার সম্পাদক আ.খ.ম.মহসিন, প্রকাশনা সম্পাদক আমিনুল হক, বালাগন্জ থানা সভাপতি মু.শাহাব উদ্দিন, প্রমুখ। বিজ্ঞপ্তি