জকিগঞ্জে আ.লীগের ওয়ার্ড কমিটিতে বির্তক
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়েও বির্তকের সৃষ্টি হয়েছে। দ্বন্ধের অবসান হচ্ছেই না। একের পর এক পাল্টা পাল্টি কমিটি গঠন শুরু হয়েছে। একটি সূত্র জানিয়েছে গত ১৭ ডিসেম্বর পৌরসভার ৯ নং ওয়ার্ড মাইজকান্দি আওয়ামীলীগের কমিটি গঠনের সময় বিএনপি, যুবদলের কয়েকজন কর্মী নিয়ে ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগে দুটি পরে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎনিক উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী কমিটি ঘোষনা স্থগিত করেন। গতকাল শুক্রবার জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন ফারুক আহমদকে সভাপতি ও কয়ছর আহমদকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির অনুমোদন দেন। অপরদিকে গতকাল মাইজকান্দি ওয়ার্ডে আওয়ামীলীগের এ কমিটিকে জামায়াত-বিএনপি দিয়ে গঠন করার অভিযোগে বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিনের সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় এক বিশেষ সভায় খসরুজ্জামানকে সভাপতি, মোস্তাফা আহমদকে সাধারণ সম্পাদক ও নাজিম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি ঘোষনা করেন।
এ ব্যাপারে জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন বলেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিতে বিএনপি-জামায়াতের কোন কর্মী দিয়ে করা হয়নি।