কেমুসাসের নির্বাচনে দুর্বৃত্তদের হামলা : ব্যালট বাক্স ছিনতাই
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ২০১৫-১৬ সালের কার্যকরি পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে প্রার্থীদের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীরাই এ কান্ড ঘঠিয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে যথারীতি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল। দুপুর আড়াই টার দিকে হঠাৎ ৩০-৩৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ভোট কেন্দ্রে হামলা চালিয়ে কেন্দ্রের সকল ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এসময় ভোটগ্রহণ কেন্দ্রের চারটি বুথও ভাংচুর করে তারা।
কেমুসাস’র এই নির্বাচনে মাসউদ খান-মানিক পরিষদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী আব্দুল মুকিত অপি গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরাই ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনার সাথে ছাত্রলীগের কারা জড়িত তাদের নাম বলতে পারেননি তিনি।
হামলাকারীরা সাহিত্য সংসদের দরজা-জানালা ভেঙ্গে ফেলে। তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে প্রার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় সাবেক মহিলা সাংসদ সৈয়দা জেবুন্নেছা হকের মোবাইল ফোন কে বা কারা নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।