নবীগঞ্জে প্রধান শিক্ষককের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা দায়েরে শিক্ষক সমিতির প্রতিবাদ সভা অনুষ্টিত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বদরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রন্টু দত্ত রাজীবের উপর মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়েরর প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির অস্থায়ী কার্য্যালয়ে এক জরুরী প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন,শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক শামীম আহমদ চৌধুরী,প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্রাচার্য্য,সহ-সভাপতি সুকেশ চন্দ্র শীল,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া,প্রধান শিক্ষক গৌতম কুমার চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ,সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিউর রহমান,আলী আমজাদ মিলন,শিক্ষক ফনি ভুষন রায়,সাবেক অর্থ সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী,সমবায় সম্পাদক মোঃ আব্দুল মজিদ,প্রচার সম্পাদক মাহবুব আহমদ,ক্রীড়া সম্পাদক পলাশ রতন দাশ,দপ্তর সম্পাদক সমীরন কিশোর দাশ,মহিবুর রহমান নোমান,মোঃ আব্দুস সোবহান,মাতলুবুর রহমান,বিপুল চন্দ্র দেব,মহিনুর রহমান,মোঃ সুহেল মিয়া,অংশু দাশ,সমীরন দে,রাজীব রায় প্রমূখ। সভায় ঐ প্রধান শিক্ষককে হয়রানীমুলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।