আল-হামরা শপিং সিটিতে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ১৫ কর্মী আটক
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটি মার্কেটে শনিবার রাতে অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ বেশ কয়েকজন জামায়াত শিবির কর্মীকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যান্ত নগরীর আল-হামরা শপিং সিটিতে কতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। দর্জি কল্যান ফেডারেশনের ব্যানারে জামায়াত-শিবির নেতাকর্মীরা আল-হামরা শপিং সেন্টারস্থ হামাদান রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, দর্জি কল্যাণ ফেডারেশনের ব্যানারে শনিবার সন্ধ্যা ৭টা থেকে আল-হামরা শপিং সেন্টারস্থ হামাদান রেস্টুরেন্টে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক শুরু করে। ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও সিলেট জেলা ও মহানগর জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গোপন বৈঠকের খবর পেয়ে রাত ৯টায় কতোয়ালী মডেল থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আল-হামরা শপিং সেন্টারে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরে ১৫ জন কর্মীকে আটক করে। কিন্তু জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা কৌশলে পালিয়ে যান।
সূত্র জানিয়েছে, দর্জি কল্যাণ ফেডারেশনের ব্যানারে জামায়াত-শিবির সরকার বিরোধী আন্দোলনের কর্মপন্থা নির্ধারণের জন্য ওই গোপন বৈঠকের আয়োজন করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর জামায়াতের এক নেতা জানান, গোপন বৈঠকে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রায় সকল শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পুলিশের অভিযানের টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যান। বৈঠকে উপস্থিত সকল নেতাকে আটক করা হলে সিলেট জামায়াত-শিবির নেতৃত্বশূণ্য হয়ে পড়ত বলে জানান তিনি।
সিলেট কতোয়ালী মডেল থানার এসআই মবশ্বির আলী জানান, আল-হামরা শপিং সেন্টারে জামায়াত-শিবির দর্জি কল্যাণ ফেডারেশনের ব্যানারে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাত ৯টায় আল-হামরা শপিং সেন্টারে পুলিশ অবস্থান নেয়। পরে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে বেশ কয়েক জন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।