সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পরিদর্শনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
গতকাল বুধবার সকালে মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় তিনি বলেন একটি হৃদরোগ হাসপাতালের জন্য এনজিওগ্রাম মেশিন অত্যান্ত জরুরী, কাজেই অচিরেই এনজিওগ্রাম মেশিন প্রদানের েেত্র তাঁর মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: শামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা: মো: আমিনুর রহমান লস্কর, পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ, ইন্টারন্যাশন রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরী কমিটির সদস্য এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, মিসবাহ জামাল, আবু আহমেদ সিদ্দিকী ও হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অব:) ডা: শাহ আবিদুর রহমান। বিজ্ঞপ্তি