মানবাধিকার দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে এইচআরসিবিএম সিলেট জেলা শাখার বিভিন্ন কর্মসূচি গ্রহণ
জাতিসংঘ ঘোষিত ৬৬ তম বিশ্ব মানবাধিকার দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের সহযোগিতায় ও হিউম্যান রাইটস্ কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস্ (এইচআরসিবিএম) সিলেট জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় সিলেট কার্যালয়ে ‘মানবাধিকার প্রতিদিন’ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন ধরনের নির্যাতনের চিত্র পরিদর্শন, দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘূ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সন্ধ্যা ৬টায় ‘আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দাও’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সকল কর্মসূতিতে সকল নারী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা শাখার জেনারেল সেক্রেটারী রাকেশ রায়। বিজ্ঞপ্তি