বিজয়ের মাসের দু’টি কবিতা : উত্তম কুমার পাল হিমেল
“স্বাধীনতা তুমি”
স্বাধীনতা তুমি
আয় আয় চাঁদ মামা
ঘুম পাড়ানি মাসি পিসি,
মায়ের কল্প কথার গান;
স্বাধীনতা তুমি,
বুকে জড়ানো আচঁলে ঢাকা
বাহুতে বাধাঁ প্রাণ।
স্বাধীনতা তুমি,
বাবার আদর,বোনের সোহাগ মেশানো
হৃদয়ের কোলাহল;
তুমি উন্নত মম শির
হৃদয়ে সাহস বুকে অটুট বল।
স্বাধীনতা তুমি সোনালী প্রান্তর সবুজ ক্ষেত
কৃষকের গোলাভরা ধান;
তুমি উদাস বাউলের একতারাতে…..
তুমি হাসান রাজা লালন ফকির,দুরবীন শাহের গান।
“তুমি রবী ঠাকুরের হৃদয়ের ধন”
“জীবনানন্দের সুরঞ্জনা”
শামসুর রাহমানের“স্বাধীনতা তুমি”
উপমায় মন্ডিত তুলনাহীনা।
স্বাধীনতা তুমি,
শান্ত রজনী,বিনিদ্র দরবেশ,মোয়াজ্জিনের আযান;
তুমি কবির কবিতা এবং শিল্পীর কন্ঠে গান।
স্বাধীনাত তুমি,উপমাতে যার নাইকে শেষ;
শাকিলা জাফর শুভ্রের কন্ঠে তুমি
আসাদুজ্জামানের গুডলাক বাংলাদেশ।
“বিজয় মানেই আনন্দ”
বিজয় মানেই আনন্দ
স্বাধীনভাবে চলা,
বিজয় মানেই সারাক্ষন
মাতৃভাষায় কথা বলা।
বিজয় মানেই দেশের জন্য
ত্যাগ স্বীকার করা,
বিজয় মানেই শত্রুর বিরুদ্ধে
অস্ত্র হাতে ধরা।
বিজয় মানেই এক মিছিলে
ঐক্যবদ্ধ হওয়া,
বিজয় মানেই অধিকার আদায়ের
সঠিক জবাব চাওয়া।
বিজয় মানে সবার জন্য
সমান অধিকার করা,
বিজয় মানে বঞ্চিতদের
পক্ষে দাবী ধরা।
বিজয় মানে দেশ প্রেমিকদের
সঠিক সম্মান দেওয়া,
বিজয় মানে দৃঢ় চিত্তে
সামনের দিকে যাওয়া।
বিজয় মানে নতুন করে
শপথ নেওয়ার পালা,
বিজয় মানে পরিবর্তনের
অঙ্গীকার নিয়ে চলা।