গুলিবর্ষণে শিক্ষক নিহত, জেএসএস নেতা আহত
সুরমা টাইমস ডেস্কঃ খাগড়াছাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতা। শনিবার রাত ৮টার দিকে মানিকছড়ি উপজেলার আকাশপুরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক হলেন চিং থা মং চৌধুরী (৪৬)। গুলিবিদ্ধ জেএসএস নেতার নাম মংজাচাই মারমা ওরফে জাপান(৪৬)।
পরে ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে আকাশপুরী এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দূর্বৃত্তরা স্কুল শিক্ষক চিং থা মং ও মংজাচাই মারমার ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক চিং থা মং মারা যান। গুরুতর আহতাবস্থায় জাপানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনার জন্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন জেএসএসর প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব চাকমা।