জকিগঞ্জের থানাবাজার মাদ্রাসার সুপার মাওঃ শিহাব উদ্দিন
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের থানা বাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োগ পেয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ক্বারী আব্দুল লতিফ খাদিমানীর ছোট ছেলে মাওলানা শিহাব উদ্দিন। তিনি গত ২১ নভেম্বর শুক্রবার জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। আজ ১ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান জানান।
উল্লেখ্য যে, মাদ্রাসার সুপার মাওঃ শফিকুর রহমান চলতি বছরের ১৭ আগস্ট মৃতু বরন করলে সুপার পদটি শূণ্য হয়।