ছাতকে জাতীয় খেলোয়াড়দের সাথে স্থানীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের জাউয়া পাইগাও উচ্চ বিদ্যালয় মাঠে সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকা ও স্থানীয় কৃতি ফুটবলাড়দের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়ারদের খেলাটি দেখতে ছাতক, দোয়ারা, বিশ্বনাথ, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার ফুটবল প্রেমি উপস্থিত ছিলেন। বাংলাদেশে জাতীয় পর্যায়ের সাবেক ও বর্তমান খেলোয়ারদের মধ্যে সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকার ভাইস প্রেসিডেন্ট টিম লিডার নাসির উদ্দিন আহমেদ, টিম ম্যানাজার আরমান, কোচ নুরুল হক মানিক, ক্যাপ্টেন আলফাজ আহমেদ, শফিকুল কাদের মুন্না, দিলীপ, দিপু, ফেরদৌস, হিরো, পাপ্পু, শিপন, শামীম, বাবু ও বিশ্ব চ্যাম্পিয়ান কিক বক্সার আবদুল আলী জ্যাকু অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমাপ্ত ঘটে। খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকার ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ক্লাবের উদ্যোক্তা বিশ্ব চ্যাম্পিয়ান কিক বক্সার আবদুল আলী জ্যাকু, সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকার টিম ম্যানাজার আরমান, কোচ নুরুল হক মানিক, ক্যাপ্টেন আলফাজ আহমেদ, আওয়ামীলীগ নেতা চান মিয়া, প্রবাসী নুরুল আলী, শাহাজান মিয়া, আলমগীর হোসেন, আপ্তাব আলী, ছাদিকুজ্জামান তালুকদার ছাদিক, মাস্টার শফিকুল ইসলাম, রেজাউল করিম, ছালিক মিয়া, হিরক তালুকদার, মাসুম আহমদ প্রমূখ। প্রসঙ্গত, গ্রাম বাংলার ফুটবল প্রেমিক প্রতিভাবান ক্ষুদে ফুটবলারদের জাতীয় ও আর্ন্তজাতিক মানে গড়ে তোলার লক্ষ্যে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে “সি,এ,এফ ফুটবল ক্লাব”। জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বিশ্ব চ্যাম্পিয়ন কিক বক্সার আবদুল আলী জ্যাকু অর্থায়নে এই ফুটবল ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকার তত্ত্বাবদানে “সি,এ,এফ ফুটবল ক্লাব”টি পরিচালিত হবে।