নগরীতে একই রাতে দুই বাড়ীতে ডাকাতি
সুরমা টাইমস ডেস্কঃ গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর রায়নগর দর্জিবন্দে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাসার লোকজনকে আটকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লক্ষ টাকা, মোবাইলসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর রায়নগরের বসুন্ধরা ১৩২ নম্বর বাসায় প্রবাসীর স্ত্রী আর কন্যা বসবাস করেন। ডাকাতরা বাসার জানালার গ্লাস ভেঙে লোকজনকে অস্ত্র দেখিয়ে দরজা খুলে দিতে বলে। ভয়ে তারা দরজা খুলে দিলে ডাকাতরা ভেতরে প্রবেশ করে বাসার লোকজনকে জিম্মি করে।
এ সময় ডাকাতরা প্রায় ২৫ ভরি স্বর্ণ, নগদ ২লক্ষ টাকা, ৪টি মোবাইলসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নিবে বলে তিনি জানান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতরা ২৫ ভরি স্বর্ণ ও নগর ৮০ হাজার টাকা নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়। এ ঘটনায় ঐ পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে বুধবার দিবাগত রাত দক্ষিণ সুরমায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। গভীর রাতে মুখোশধারী ডাকাতরা দক্ষিণ সুরমার পিরিজপুরের ব্যবসায়ী নাসির উদ্দিনের বাড়িতে হানা দেয়।
নাসির উদ্দিন জানান- বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘরের দরজা ভেঙে ২০-২২ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। এরপর ব্যবসায়ী নাসির উদ্দিনের ভাই নাজির উদ্দিনকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ফোন সেট ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
এর প্রতিবাদে এলাকার স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় একঘন্টা সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দক্ষিণ সুরমা থানার ওসি মো. মুরছালিন জানান- ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার গোপশহরের আমেরিকা প্রবাসী তয়মুছ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া গত ২১ নভেম্বর মোল্লারগাঁও গ্রামের আবদুর রহিমের বাড়িতেও ডাকাতি সংঘটিত হয়।