কাব্যকথা সাংবাদিকতা সম্মাননা এ্যাওয়ার্ডে মনোনীত নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলকে অনুসন্ধানী প্রতিবেদন ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শিল্প সাহিত্যি ও সাংস্কৃতিক সংগঠন “কাব্যকথা” সাহিত্য উৎসব ২০১৪ উপলক্ষ্যে সাংবাদিকতা সম্মাননা এ্যাওয়ার্ড প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। আগামী ২৮ শে নভেম্বর শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলানায়তনে সম্মননা প্রদান অনুষ্টানের উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি থাকবেন দেশের বরেন্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন। শিল্প সাহিত্য ও সংস্কৃতির সংগঠন কাব্যকথার সম্পাদক মন্ডলীর উপদেষ্টা প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী এবং সম্পাদক ও প্রকাশক জালাল খাঁন ইউসুফী স্বাক্ষরিত পত্রে এ্যাওয়ার্ড প্রদানের তথ্য নিশ্চিত করা হয়।