জকিগঞ্জে কোটি টাকার খাস ভূমি প্রভাবশালীদের দখলে
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের বাবুরবাজারের কয়েক কোটি টাকার ৫৪ শতক খাস খতিয়ানের ভূমি প্রভাবশালীদের দখলে। জানাগেছে ভূমি খেকোরা মাজবন্দ মৌজার ৩৩৮ খতিয়ানের ১১২০ দাগের পুরাতন চাউল সেট ভেঙ্গে মার্কেট করে দোকান কোটা ভাড়া দিয়ে আসছে র্দীঘ দিন থেকে। এ চাউল সেটে এলাকার গরীব মানুষ চাউল বিক্রি করে তাদের জীবিকা র্নিবাহ করত। চাউল সেট ভেঙ্গে দোকান নির্মান করায় ক্ষুদে ব্যবসায়ীরা হতাশ হয়ে ফুটপাতেই তাদের শেষ আশ্রয়স্থল। চাউল সেট ছাড়াও আরও কিছু জায়গা টিনের বেড়া দিয়ে তাদের দখলে রেখেছে। খাসভূমির দখল নিয়ে চলছে স্থানীয় দুটি ভূমি খেকো চক্রের মধ্যে চরম দন্দ্ব। খাস ভূমির দখলে নিয়ে মাঝে মধ্যে এ দুটি চক্রের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। বাবুর বাজারে খাস ভূমি দখল নিয়ে দুটি গ্র“প রয়েছে বলে জানাগেছে। একটি গ্র“প আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুছ ছাত্তার ও মুজিবুর রহমানের নেতৃত্বে ও অপর গ্র“পটি জাতীয় পার্টির নেতা ও বাবুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুছ ছালামের নেতৃত্বে। এ বছরের শুরুতে খাস ভূমির উপর র্নিমিত মার্কেট আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তাৎক্ষনিকভাবে এসব খাস ভূমি আবার আব্দুছ ছাত্তারের নেতৃত্বাধীন চক্রটি টিন দিয়ে ভেড়া দিয়ে তাদের দখলে রেখে নতুনভাবে মার্কেট তৈরী করে ব্যবসা হরদমে চালিয়ে যাচ্ছে। এসব খাস ভূমি উদ্ধারে নেই প্রসাশনের মাথা ব্যাথা। সরেজমিন গিয়ে জানাগেছে ৫৪ শতক ভূমি খেকোদের রয়েছে প্রসাশনের সাথে নিবিড় সর্ম্পক। এরই সুবাদে তারা খাস ভূমি দখল করেছে। এসব ভূমি প্রভাবশালী ভূমি খেকুদের দখলে থাকায় বছরে লক্ষ লক্ষ টাকা টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। স্থানীয়রা জানায়, এ ভূমিগুলোতে আগে চাউল সেটের ঘর ছিল। এখানে এলাকার ক্ষুদে ব্যবসায়ীরা চাউল বিক্রি করে জীবিকা র্নিবাহ করিত। চাউল সেটটি আগে বাবুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুছ ছালামের দখলে ছিল। তিনি বেশ কয়েক বছর ভোগ করার পর হঠাৎ সাবেক ইউপি সদস্য আব্দুছ ছাত্তার ও মুজিবুর রহমানের নেতৃত্বে একদল যুবক জোর করে এসব খাস ভূমি তাদের দখলে নেয়। আব্দুছ ছাত্তারের দখলে থাকায় বর্তমানে ক্ষুদে চাল ব্যবসায়ীরা দিশেহারা। এ ৫৪ শতক ভূমি নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে।