তাহিরপুরে ইউপি সদস্য ও গ্রামবাসী কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত
কামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ): তাহিরপুরে রক্তি নদীতে চাঁদাবাজির জেড় ধরে ইউপি সদস্য ও গ্রামবাসী কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত। গতকাল বুধবার বিকালে বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর বাজারে এ ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার বালিজুরি ইউনিয়নে রক্তি নদী থেকে নৌপথে যাদুকাটা নদী থেকে বালি পাথর পরিবহনকারী ইঞ্জিন নৌকা থেকে বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান এর লোকজন বালিজুরি গ্রামের সাইফুল ইসলাম, শামীম মিয়া ও সজীব মিয়া মাসাধিক কাল ধরে চাঁদা তোলে আসছিল। এ নিয়ে গত কয়েক দিন ধরে চাঁদা আদায়কারীদের সাথে কথা কাটাকাটি হচ্ছিল বালিজুরী ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম ও বারুঙ্কা গ্রামের লোকজনের মধ্যে। এরই জেড় ধরে গতকাল বুধবার বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে আনোয়রপুর বাজারে পৌঁছা মাত্র ইউপি সদস্য কামরুল ইাসলাম ও বারুঙ্কা গ্রামের লোকজন চেয়ারম্যান আতাউর রহমান এর মটর সাইকেল গতি রোধ করে কিল গুসি মারে এবং হৈ হৈ করে কাচা মালের দোকান থেকে হাতে হাতে মোলা নিয়ে ইউপি চেয়রম্যানের দিকে ছুড়ে মারে বলে সাবেক ইউপি সদস্য মিলন তালুকদার ও আনোয়রপুর বাজারের প্রত্যক্ষদর্শী ব্যসায়ীরা জানান।
এ ঘটনায় বালিজুরি ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, রক্তি নদীতে দীর্ঘ দিন ধরে চেয়ারম্যান আতাউর রহমান এর লোকজন চাঁদা আদায় করে আসছিল। এ নিয়ে আমি সহ চেয়ারম্যানের সাথে গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। তাই গ্রামবাসী সহ আমি চেয়ারম্যানকে গতকাল বুধবার আনোয়ারপুর বাজারে আটকিয়ে ছিলাম। বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেন, রক্তি নদীর চাঁদাবাজদের বাধা দিয়েছিলাম সে কারনে চাঁদাবাজরা গতকাল বুধবার আমি গাড়ী দিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে আমাকে আটকানোর চেষ্টা করে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান খান বলেন,ঘটনা স্থলে উত্তেজনা বিরাজ করছে থানা পুলিশ মোতায়েন রয়েছে।