‘চন্দ্রমূখী’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী
বিনোদন প্রতিবেদকঃ আজ ৮ নভেম্বর শনি বার সকাল ১১টায় নিরাপদ খাদ্য আন্দোলন প্রযোজিত প্রথম পথনাটক “চন্দ্রমুখী” এর উদ্বোধনী প্রদর্শনী হবে কারোয়ান বাজার এ উন্মুক্ত প্রাঙ্গনে। সকাল ১১টায় এই প্রদর্শনী হবে। এবং বিকেল ৫টায় ঢাকার যে কোনো স্থানে নাটকটির আরো একটি উন্মোক্ত প্রদর্শনী হবে। ফল মূল , শাক সবজী , মাছ মাংসে ফরমালিন তথা বিষ মিশ্রনের ভয়াবহতার ব্যপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই নাটকটি নির্মিত হয়েছে। জানা গেছে সারা দেশে নাটকটির কয়েকশ উন্মোক্ত প্রদর্শনী করবে নিরাপদ খাদ্য আন্দোলন। এটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন মনিরুল হোসেন শিপন। ঢাকার বিভিন্ন নাটকের দলের কর্মীরা এই নাটকে অভিনয় করছেন। গতকাল ৭ই নভেম্বর, শুক্রবার ,সন্ধ্যা ৬টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি),সেমিনার রুমে নাট্যাঙ্গনের বিশিষ্টজন দের উপস্থিতিতে ‘চন্দ্রমূখী’ এর প্রিমিয়ার প্রদর্শনী হয়েছে । নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, শামীমা শওকত লাভলী, আবু হাসিম হাশিম মাসুদুজ্জামান, নিথর মাহবুব(মূকাভিনেতা), সুজন আহম্মেদ সময়, ফাহমিদা পলি, সাদিকা ইয়াসমিন শান্তনা, সোহান, মুন্না, শাহ্রান, জুয়েল মিজি, শাহেদ, ইমন, অর্পা প্রমুখ। গানের সুর করেছেন পরিমল চক্রবর্তী, আবহ সঙ্গীত সোহান ও সময়, পোষাক পরিকল্পনা শামিমা শওকত লাভলী, কোরিও গ্রাফী সাদিকা ইয়াসমিন শান্তনা, মঞ্চ ব্যাবস্থাপনা শাখাওয়াত হোসেন শিমুল, সার্বিক তত্তাবধানে মোমেনা চেীধুরী, প্রযোজনা অধিকর্তা প্রকৌঃ বদরুল আমীন।