জুড়ীতে ভারতীয় রোপী, ফেনসিডিল সাইকেলসহ আটক ১
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে ৫২ ব্যাটালিয়ান বিজিবি সদস্যরা ৯৫ বোতল ফেনসিডিল ভারতীয় ২৩ হাজার রোপী, একটি সাইকেল ৩টি ভারতীয় সুপার বাসমল তৈল সহ এক যুবককে আটক করেছে। বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫২ ব্যাটালিয়ান নায়েক জিতেন্দ্র ঘোষের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এদিকে সোমবার সকালে ফুলতলা বিজিবি ক্যাম্পের আইএনটি শাহীন আহমদের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ফুলতলা নতুন বাজার থেকে ভারতীয় ২৩ হাজার রোপী ও একটি সাইকেল, ৩টি তৈলসহ ফুলতলা বস্তি এলাকার মৃত বালু মিয়ার পুত্র ছায়াদ আলী (২৫) কে গ্রেপ্তার করে। আসামীকে জুড়ী থানায় সোপর্দ্দ করে বিজিবি। এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি জুড়ী থানায় একটি মামলা নং (১৬) নথিভুক্ত করে। আসামীকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরন করা হয়েছে।