সাংবাদিক সংগ্রাম সিংহের বিরুদ্ধে সন্ত্রাসীদের হুমকির ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
নবীগঞ্জ প্রতিনিধি: সিলেটের বিশিষ্ট সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক সংগ্রাম সিংহ সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসী কর্তৃক তাকে প্রানে হত্যার হুমকির ঘটনায় নবীগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিকারীগন হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সহ-সভাপতি আশাহীদ আলী আশা, অলিউর রহমান অলি, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক রাকিল হোসেন, অর্থ সম্পাদক সেলিম তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য মোঃ মছদ্দর আলী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, প্রভাষক আলাউর রহমান ঠাকুর, এটি এম সালাম,সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক মো: সরওয়ার শিকদার, জাকির হোসেন চৌধুরী, নিয়ামুল করিম অপু, সুলতান মাহমুদ, জাকিরুল ইসলাম প্রমুখ।