ছাতকে পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী এলাকা দাপিয়ে বেড়াচ্ছে
ছাতক প্রতিনিধিঃ ছাতকে এক পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী নিজের অপকর্ম আড়াল করতে অন্যের বিরুদ্ধে আবারো ফেইসবুকে মিথ্যা ও সাজানো বক্তব্য প্রচার করছে একটি দূর্বৃত্তচক্র। এরআগেও শিক্ষিকার ছবি বিকৃতির মাধ্যমে সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকে প্রচার করলে এব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপরও অপরাধীচক্রের অপতৎপরতা থেমে যায়নি। একের পর এক বিভিন্ন মেয়েদের ছবি পর্ণোগ্রাফি করে তাদের পরিচালিত ফেসবুকে প্রচারের হুমকি দিয়ে আদায় করে যাচ্ছে টাকা-কড়ি। পর্ণোগ্রাফি আইনে মামলার পরও রহস্যজনক কারণে পুলিশী তৎপরতা শিথিল থাকায় বীরদর্পে অপরাধীচক্র এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এমন অভিযোগ সচেতনমহলের। ফলে এসব এলাকায় দূর্বৃত্তদের অপতৎপরতা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে।
জানাযায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা সিদ্দিকা পান্নার ছবি বিকৃতির মাধ্যমে ফেইসবুকে প্রচার করলে গত ৪মে সুনামগঞ্জ আদালতে পর্ণোগ্রাফি আইনের প্রথম মামলা (নং-১১৬/১৪) দায়ের করলে এটি ছাতক থানায় মামলা (নং-১৪, তাং-১২/০৫/১৪ইং) রেকর্ডভূক্ত হয়। দীর্ঘ তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে বিজয়সহ তার সহযোগী আরো ৩জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। কিন্তু মামলার অন্যতম আসামী বিজয় রায় এযাবৎ জামিন না নিয়েই এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নাকের ডগায় সভা-সমাবেশসহ দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকা। তার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ না থাকায় ফেইসবুকে বিভিন্ন লোকজনের বিরুদ্ধে ফের কুরুচিপূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এনিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।