কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে ১ জন খুন
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শুক্রবার ভোরে জমি- জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কুপে শরিফুল ইসলাম(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মদনগৌরি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহত শরিফুল ইসলামের সাথে প্রতিবেশী মজমিল মিয়ার দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার সময় দুইজনের মধ্যে কথাকাঠাকাঠির এক পর্যায়ে মজমিল মিয়া দা দিয়ে কুপ দিলে ঘটনাস্থলে শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অমল কুমার ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।