ছাতক উপজেলা উত্তর আল-ইসলাহ’র কমিটি গঠন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে আনজুমানে আল-ইসলাহ উপজেলা উত্তর শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা হলরুমে ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা কামরুজ্জামানকে সভাপতি, মাওলানা এমএ মতিনকে সাধারণ সম্পাদক ও মাওলানা সামছুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, মাওলানা সাইফুল আলম, হাফেজ ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন শাহনুর, প্রচার সম্পাদক হাফেজ আবুল লেইছ, সহ-প্রচার সম্পাদক ক্বারী রেজাউল করিম, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল করিম, তথ্য ও গবেষনা সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, পাঠাগার সম্পাদক আব্দুল জব্বার, অফিস সম্পাদক হাবিবুর রহমান বাবলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ হেলাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী আমির আলী, নির্বাহী সদস্য মাস্টার আমির আলী, গিয়াস উদ্দিন, ক্বারী নাজিম উাদ্দিন, ক্বারী বুরহান উদ্দিন। নির্বাচন পরিচালনা করেন, সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাওলান আলী আজগর খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সদস্য মাওলানা আব্দুস সালাম, মাওলান কবির আহমদ।