বৃহস্পতি-রবি-সোম জামায়াতের হরতাল
সুরমা টাইমস ডেস্কঃ বৃহস্পতিবার, রবিবার ও সোমবার হরতাল ডেকেছে জামায়াত। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান তিনদিনের হরতালের ঘোষণা দেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ৭২ ঘণ্টার এ হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।