দীপাবলী নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
সুরমা টাইমস ডেস্কঃ দীপাবলী উৎসব নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দীপাবলী অনুষ্টানে মেয়েদের ছবি তোলার জের ধরে আজ সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা যায় – বৃহস্পতিবার দীপাবলী অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ছাত্র কিরাত আল মামুন কৃষি অনুষদের ছাত্রীদের ছবি তোলেন। ঐ সময় ছবি তোলা নিয়ে কৃষি অনুষদের শিক্ষার্থীরা ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
আজ শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের কাঠাল চত্বরে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নয়ন শুভকে ভেটেরিনারি অনুষদের প্রথম বর্ষের ১০-১২জন শিক্ষার্থী মারধর করে। এ ঘটনার জের ধরে উভয় অনুষদের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।