হবিগঞ্জ জেলা হিন্দু মহাজোটের কমিটি গঠনে সভা অনুষ্টিত
এড বিজন আহবায়ক সুনীল দাশ সদস্যসচিব করে আবহবায়ক কমিটি গঠন
হবিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হবিগঞ্জ জেলা শাখা গঠনের লক্ষ্যে গতকাল শনিবার দুপুওে হবিগঞ্জ কালীগাছ তলা মন্দিরের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং নবীগঞ্জ উপজেরা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির অফিস বিষয়ক সম্পাদক বিজয় ভট্রাচার্য্য। এতে বক্তব্য রাখেন শনি মন্দিও পরিচালনা কমিটির সভাপতি দিলীপ আচার্য্য,জেলা পুজা উদযাপন পরিষদেও প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজিত বনিক,হবিগঞ্জ সদও পুজা উদযাপন পরিষদেও সবাপতি বন বিহারী রায়,নবীগহ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এড রাজীব কুমার দে তাপস,হবিগঞ্জ জেলা যুব মহাজোটের আহবায়ক প্রদীপ দাশসাগর,সদস্য সচিব দিবাকর দাশ প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনকে আহবায়ক ও সুনীল চন্দ্র দাশকে সদস্যসচিব করে ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তারা হলেন যুগ্ম আহবায়ক ডাঃ দিলীপ আচার্য্য ও সুজিত বণিক,নির্বাহী সদস্য কাউন্সিলর দিলীপ দাস, কাউন্সিলর গৌতম রায়,প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অসিম কুমার চৌধুরী, অ্যাডভোকেট রাজীব কুমার দে, প্রকৌশলী অমিয় চক্রবর্তী, করুণা রঞ্জন পাল, সুবির দে, হিমাংশু রঞ্জন দেব, মনীন্দ্র চন্দ্র দাশ, দীপক ঘোষ, মাধব চক্রবর্তী, বাবুল অধিকারী, তপন কুমার দাশ, অজিত কুমার রায়, রনু বিশ্বাস, অ্যাডভোকেট অর্জুন রায়, কৃপাময় দাশ ও প্রদীপ দাশ সাগর। সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় অফিস সম্পাদক বিজয় কুমার ভট্টাচার্য্য। সভায় আগামী ৩ মাসের মধ্যে সকল উপজেলা ও পৌর শাখা গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।