আন্তর্জাতিক ক্রিকেটে গাজীর বোলিং নিষিদ্ধ
সুরমা টাইমস স্পোর্টসঃ দেশের অন্যতম সেরা অফস্পিনার সোহাগ গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে দেখিয়ে সোহাগকে এ শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় সোহাগ গাজীর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনছিল ওয়েস্ট ইন্ডিজ। আগেও একবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। আইসিসির নিয়ম অনুযায়ী তাঁকে অনুমোদিত যেকোনো বায়োমেকানিক পরীক্ষাগারে পরীক্ষা দিতে হতো। গত ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের কার্ডিফে সেই পরীক্ষাও দিয়ে এসেছিলেন। সে সময় পরীক্ষকেরা প্রাথমিকভাবে সোহাগকে আশ্বাস দিয়েছিলেন, বড় ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু চূড়ান্ত পরীক্ষায় নেতিবাচক ফলই এল। সোহাগের নিষিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী। আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং করার সময় কোনো বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত হাত বাঁকাতে পারবেন। সোহাগ ঠিক কত ডিগ্রি পর্যন্ত বাঁকাচ্ছেন, তা অবশ্য জানাননি নিজামউদ্দিন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আইসিসি আমাদের নিশ্চিত করেছে সোহাগের বোলিং অ্যাকশন অনুমিত সীমার চেয়েও বেশি ডিগ্রি বাঁকানো হচ্ছে। কিন্তু কত ডিগ্রি, তা এখনো আমরা বলব না। আইসিসি নিজেই এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি দেবে।’ এখন বিসিবির পদক্ষেপ কী হবে, জানতে চাইলে নিজামউদ্দীন বলেন, ‘আমরা আইসিসির প্রক্রিয়াই অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নেব। তবে সোহাগ যত দ্রুত সম্ভব আবার ক্রিকেটে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থাও নেওয়া হবে। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে বোলিং অ্যাকশন শুধরে নিলে ওর ফিরতে কোনো বাধা থাকবে না।’ বিস্তারিত…» আন্তর্জাতিক ক্রিকেটে গাজীর বোলিং নিষিদ্ধ