১লা অক্টোবর থেকে ১২ ঘণ্টার সম্প্রচারে রেডিও পল্লীকণ্ঠ
নুরুল ইসলাম শেফুলঃ রেডিও পল্লীকণ্ঠ আগামী ১ অক্টোবর থেকে ১২ ঘণ্টার সম্প্রচারে যাচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে একটানা বিভিন্ন অনুষ্ঠান চলবে। এরই মধ্যে রেডিও পল্লীকণ্ঠ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিদিন নতুন নতুন শ্রোতার সৃষ্টি হচ্ছে। সমাজ উন্নয়ন, বিনোদন, শিক্ষা ও অন্যান্য বিষয়ের অনুষ্ঠানগুলো রেডিও পল্লীকণ্ঠের মাধ্যমে শ্রোতাদের কাছে খুব সহজে পৌছে যাচ্ছে। এতে অত্র অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। রেডিও পল্লীকণ্ঠের জনপ্রিয় অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কৃষিবিষয়ক অনুষ্ঠান সোনাফলা মাটি, ‘আও ইংলিশ হিকি’, বাউল গানের অনুষ্ঠান আর্শিনগর ও সমাজের হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠান ‘দুরন্ত ফটিক’। রেডিও পল্লীকণ্ঠের ম্যানেজার মেহেদি হাসান জানান রেডিও পল্লীকণ্ঠ কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয়ভাবে অনেক ধরনের পুরষ্কার ও সনদ অর্জন করেছে।