সোমবারের হরতাল সফলে ২০ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর-এর সভা আজ
অবৈধ সরকার কর্তৃক সংসদে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সংক্রান্ত গণবিরোধী আইন পাসের প্রতিবাদে আগামী কাল ২২ সেপ্টেম্বর জোট-এর কেন্দ্র ঘোষিত সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল সফলের লক্ষ্যে ২০ দলীয় জোট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক জরুরী সভা আহবান করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৭টায় ২০ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ হক-এর যতরপুরস্থ বাসভবনে উক্ত সভা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা ও মহানগর জোটভুক্ত দল সমুহের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর ২০ দলীয় জোট-এর আহ্বায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ হক এবং মহানগর জোট-এর ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জেলা ২০ দলীয় জোট-এর আহ্বায়ক ও জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক এবং জেলা জোট-এর সদস্য সচিব ও জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান।