শিশুদের মেধাবিকাশ চর্চায় মুক্তাক্ষর
সুরমা টাইমস রিপোর্টঃ মুক্তাক্ষরের শিক্ষার্থী আফজাল হোসেন রাফিকে চিত্রাংকনে কৃতিত্বের জন্য স্বাগত জানিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গত ১৩সেপ্টেম্বর সন্ধ্যায় ইলেকট্রিক সাপলাই অস্থায়ী কার্যালয়ে মুক্তাক্ষরের প্রশিক্ষক ও পরিচালক বিমল করের সভাপতিত্বে দীপিকা রানী দের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। গত ১৫ই এপ্রিল চারু শিক্ষালয়ের বার্ষিক উৎসব চিত্রাংকন প্রতিযোগীতা শহীদ সোলেমান হলে অনুষ্টিত হয়। ক বিভাগের চিত্রাংকন প্রতিযোগীতায় আফজাল হোসেন রাফি ১ম স্থান অধিকার করে। সম্মাননা অনুষ্টানে এমপি আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রীর হাত থেকে ১ম পুরস্কারের ক্রেষ্ট বুঝে নেয়। এরই উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাফিসহ সকল শিক্ষার্থীর উদ্যেশে বলেন, প্রত্যাক শিক্ষার্থী চৌকুশ মেধা নিয়ে বেড়ে উঠতে হবে। অনুষ্টানে অভিভাবক সহ উপস্থিত ছিলেন, নাফিছা, শুভ, অর্পা, স্নেহা, পূজা, রাফি ও প্রিয়াশ্রী কর পিউ। সভায় মুক্তাক্ষরের শিক্ষার্থী সাদমান, সাকিব, নাবিল প্রাথমিক বিভাগে মার্কস অল রাউন্ডে পারফরমেন্স উপস্থাপনের জন্য সবার দোয়া কামনা করা হয়।