হাফিজ আব্দুল হাই হারুনের মুক্তির দাবী আনজুমানে খেদমতে কুরআন সিলেট নেতৃবৃন্দ’র
আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর সেক্রেটারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কুরআনের খাদেম হাফিজ আব্দুল হাই হারুনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তাঁর উপর দায়েরকৃত মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর সভাপতি হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সহকারী সেক্রেটারী এডভোকেট জিয়া উদ্দিন নাদের প্রমুখ নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ইসলাম ও ইসলামী নেতৃত্ব নির্মুলের সুদুরপ্রসারী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেটের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও কুরআনের খাদেম হাফিজ আব্দুল হাই হারুনকে গ্রেফতার করে সরকার তাদের ইসলাম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপরাধ শিক্ষানুরাগী ও সমাজসেবক হাফিজ আব্দুল হাই হারুনকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা। বিজ্ঞপ্তি